নিজস্ব প্রতিবেদন ঃ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন দেশপ্রেমিক ও আধ্যাত্মিক সাধক ও পরম যোগী শ্রীঅরবিন্দের জন্মদিন। গত বছর ২০২২ সাল থেকে শ্রী অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ পালন শুরু হয়েছে দেশজুড়ে। চলতি বছরে তাঁর সমাপ্তি অনুষ্ঠান হবে বিভিন্ন স্থানে। শিলিগুড়িও তার বাইরে নয়।শ্রীঅরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শিলিগুড়ি মিলন পল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশন ইংরেজি, হিন্দি ও বাংলা ভাষায় এক সঙ্গে বই প্রকাশ করে। ৫৬৫ পৃষ্ঠার সেই বইয়ে বাংলা ভাষায় শ্রীঅরবিন্দের ওপর বিভিন্ন নিবন্ধ টাইপ করে দিয়েছেন খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ। এই কাজের জন্য সেই বইতে ডিভাইন লাইফ ফাউন্ডেশনের তরফে খবরের ঘন্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। খবরের ঘন্টাও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানায় শিলিগুড়ি মিলনপল্লীর ডিভাইন লাইফ ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা এবং সদস্য সদস্যাদের প্রতি। একইসঙ্গে শ্রী অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষে খবরের ঘন্টার বার্তা একটাই, দেশ ও সমাজের মঙ্গলের জন্য শ্রী অরবিন্দের দর্শন ও উন্নত ভাবনা চারদিকে যতই ছড়িয়ে পড়বে ততই মঙ্গল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-