সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন মামির মধ্যে জয়ী হলেন ছোট মামি

নিজস্ব প্রতিবেদন ঃ সাংসদ তথা ফিল্মি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছোট মামি ভোটে জয়ী হলেন। ছোট মামির জয়ের খবর জানতে পেরে মঙ্গলবার ফোন করে মামিকে অভিনন্দন জানান অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এবারের এই পঞ্চায়েত নির্বাচনে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন জন মামি ভোট যুদ্ধে নেমেছিলেন ।এরমধ্যে জয়ী হলেন তাঁর ছোট মামি পুনম চক্রবর্তী। তৃনমূল দলের টিকিটে প্রার্থী ছিলেন পুনমদেবী।আর ভোটে জয়ী হতেই তাকে ঘিরে উচ্ছাস শুরু হয়েছে চক্রবর্তী পরিবারে।
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার ১৭/১৫৫ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন করছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর তিন মামি।
তার বড় মামিমা কান্তা চক্রবর্তী ছিলেন কংগ্রেস প্রার্থী। মেজো মামিমা পর্না নাগ চক্রবর্তী সিপিএমের টিকিটে ভোট লড়াইয়ে নামেন। আর ছোট মামিমা পুনম চক্রবর্তী তৃনমূলের ঘাস ফুল প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে ভোটের ফলাফল প্রকাশিত হলে দেখা যায় তৃনমূল প্রার্থী শ্রীমতী পুনম চক্রবর্তী ভোটে জয়ী হয়েছেন।
এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই তা পৌঁছে যায় মিমির কানে।আর ফলাফল জানতে পেরে ছোট মামিকে ফোন করে অভিনন্দন জানান সাংসদ অভিনেত্রী।
বিজয়ী প্রার্থী পুনম চক্রবর্তী বলেন, ভোট এক জিনিস আর পরিবার অন্য আর এক ব্যাপার।কাজেই আমি ভোটে জিতলেও আমাদের পরিবারে এর কোনও প্রভাব পড়বে না। এলাকার অসমাপ্ত কাজ শেষ করার দিকে আমি এগিয়ে নিয়ে যাবো।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —