![IMG_20220712_104320](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220712_104320-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বন্দি দশায় থাকা পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগার রাজা চলে গেলো রাজকীয় মেজাজেই।২০০৬ সাল থেকে জলদাপাড়া বনবিভাগের দক্ষিন খয়েরবাড়ি টাইগার পুর্নবাসন কেন্দ্রে তার ঠাঁই হয়েছিল। এই কেন্দ্রে ঠাঁই নেওয়ার আগে সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে রাজার পেছনের বাম পা খুবলে নিয়েছিল এক কুমির।তাই পা হারানো বাঘকে আর বন্য পরিবেশে ফেরানোর ঝুঁকি নেয়নি বনদপ্তর। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজা।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫বছর ১০ মাস ১৮ দিন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)