![IMG_20220712_104342](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/07/IMG_20220712_104342-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী দ্রোপদী মর্মু সোমবার শিলিগুড়ি এলেন।শিলিগুড়ি মাটিগাড়ার একটি হোটেলে তিনি এদিন সিকিমের বিভিন্ন বিধায়ক এবং সাংসদদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং বৈঠক সারেন।পুরো বৈঠকটি পরিচালনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ার এবং গজেন্দ্রসিং শেখাওয়াত। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনও সেখানে উপস্থিত ছিলেন। বিধায়ক আনন্দময় বর্মন বলেন, সময় কম থাকায় এবং কিছু সমস্যার কারনে রাষ্ট্রপতি পদপ্রার্থী সিকিমে গিয়ে বৈঠক করতে পারেননি।তার পরিবর্তে বৈঠক হচ্ছে শিলিগুড়ি মে ফেয়ার হোটেলে। এদিন বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হন বিজেপির বিধায়ক ও জেলা বিজেপি সভাপতি আনন্দময় বর্মন সহ অন্যরা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)