নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃআগের ঘোষনা অনুযায়ী লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার বৃহস্পতিবার থেকে তাদের কর্মসূচি হাঙ্গার শুরু করলো।এদিন দুপুরে শিলিগুড়ি হিলকার্ট রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাঙ্গার প্রকল্পের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন লায়ন শ্রাবন চৌধুরী, লায়ন জি এস হোড়া,লায়ন সুরেশ সিনহল সহ আরও অনেকে।এদিন ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।শুরু থেকেই বহু মানুষ এই প্রকল্পকে স্বাগত জানাতে শুরু করেছেন।তবে ২০০ থেকে ২২৫ জনকে খাওয়ানোর কর্মসূচি থাকলেও শুরুর দিনে ২৭৫ জনকে খাওয়ানো হয় বলে প্রকল্প চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন ।৫ টাকার বিনিময়ে ডালভাতসব্জি খাওয়ার জন্য অনেক সাধারন গরিব মানুষ হিলকার্ট রোডে ভিড় করেন এদিন। সুরেশবাবু জানিয়েছেন, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই দুপুরের খাবার দেওয়া হবে।২০০ থেকে ২২৫ জনকে তারা খাওয়াবেন।উত্তরবঙ্গ ও সিকিম মিলিয়ে লায়ন্স ক্লাবের একশটি শাখা সংগঠন আছে। খবরের ঘন্টা প্রথম এই খবরটি প্রকাশ করলে বিভিন্ন মহলে সাড়া পড়ে।লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা অভুক্তদের খাওয়ানোর জন্য মাঠে নামছে।বিভিন্ন হোটেলে রাতের বেলা সকলের খাওয়া হয়ে যাওয়ার পর কিছু খাবার বেঁচে যায়।সেইসব খাবার অভুক্তদের কাছে দেওয়ার জন্য আবেদন করছেন সুরেশবাবুরা।আবার অনেক আবাসনেও অনেক খাবার বেঁচে যায়।এঠো খাবার নয়, বেঁচে যাওয়া ভালো খাবার অভুক্তদের জন্য দেওয়ার আবেদন করেন সুরেশবাবুরা। তিনি আরও বলেছেন,বহু শিশু অভুক্ত থাকছে।বহু মহিলা অপুষ্টি ও রক্তাল্পতায় ভুগছেন। তাদেরকে খাবার দেওয়াটাই এখন বড় কাজ।শিলিগুড়িতে আগামী এক বছর ধরে লায়ন্স ক্লাবের এই হাঙ্গার প্রকল্প চলবে।তারপর পরিস্থতি অনুযায়ী পরবর্তী কর্মসূচি স্থির হবে।