জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনীয়ারিং কলেজে শুরু হলো করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজে শুরু হলো করোনা পরীক্ষা। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের এক নম্বর হোস্টেলে থাকা ছাত্রদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে শুক্রবার জানা যায় ।আর তা জানাজানি হতেই কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ার ছাত্র-ছাত্রীদের শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে। তবে চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য তাদের কোন ছুটির নোটিশ দেওয়া হয়নি। কলেজ ক্যাম্পাসে করোনা পরীক্ষা শিবির চালু হয়েছে ।
এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ অমিতাভ রায় জানালেন,
ইতিমধ্যে আক্রান্ত চার ছাত্রের চিকিৎসা চলছে জলপাইগুড়ি হাসপাতালে।এবং শনিবার থেকে কলেজ চত্বরে ৱ্যাপিড করোনা পরীক্ষা করার ব্যবস্থা শুরু হয়েছে।
দ্বিতীয় বর্ষের ছাত্র নির্মল বর্মন জানান, আজ আমাদের এখানেই করোনা ভাইরাস এর বিষয়ে ছাত্র ছাত্রদের টেস্ট করা হচ্ছে।