![IMG_20220512_234502](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220512_234502-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ গত কিছুদিন থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ বেশকিছু জেলায় প্রচন্ড রোদের দাপটে নাজেহাল সাধারণ মানুষ। এই রোদের তাপ ও গরমের থেকে সাধারণ পথচারীদের কিছুটা নিস্তার দিতে এগিয়ে এলেন জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশকর্মীরা৷ শহরের প্রধান প্রধান রাস্তার মোড়ে সাধারণ পথচারীদের জন্য রাখা হয়েছে ঠান্ডা পাণীয় জল, বাতাসা,গ্লুকোজ। রিক্সা চালক থেকে শুরু করে সবাইকে দাড়করিয়ে খাওয়ানো হচ্ছে বাতাসা, গ্লুকোজ ও পাণীয় জল। সাধারণ মানুষের পাশাপাশি রোদের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা যে সমস্ত ট্রাফিক পুলিশ কর্মীরা শহরের যানবাহন নিয়ন্ত্রণ করছেন তাদের জন্যও রাখা হয়েছে এই পাণীয় জলের ব্যবস্থা। সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা জানিয়েছেন, ব্যাপক গরম থেকে মানুষকে একটু আরাম দিতেই এই ব্যবস্থা করা হয়েছে৷ এরই পাশাপাশি এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার গাড়িতে লাগিয়ে সচেতন করা হয় বাইক এবং চার চাকা আরোহীদের।
বৃহস্পতিবার রাজগঞ্জ থানার ট্রাফিক পুলিশেরও মানবিক উদ্যোগ দেখা যায় ।
অতিরিক্ত গরমের মধ্যেও ট্রাফিক পুলিশ শুধু গাড়ি চেক নয় সমস্ত গাড়ির চালকদের দাঁড় করিয়ে গরম থেকে বাঁচার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য ঠান্ডা জল, ওআরএস বিতরণ করতে দেখা যায় রাজগঞ্জ থানার অন্তর্গত জলপাইগুড়ি- শিলিগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর ট্রাফিক মোড়ে ।অন্যদিকে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে ডিএসপি অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে টিকাটুলি, ভোটপট্টি সহ বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষ সহ ট্রাফিক পোস্টে কর্তব্যরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে জল ও গ্লুকোজ তুলে দেওয়া হয়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)