করোনার এই দুর্যোগের সময় অক্সিজেন ব্যাঙ্ক তৈরি করে ব্যতিক্রমী কাজে গবেষক দম্পতি

নিজস্ব প্রতিবেদন ঃ ১০ টাকার টিউশন ও মোবাইল লাইব্রেরি দিয়ে শুরু করা কাজ করোনার ভয়ংকর দিনেও মানুষের জন্য অটুট রেখেছেন শিলিগুড়ির আইটিআই গবেষক দম্পতি, অনির্বাণ নন্দী ও পৌলমী চাকি নন্দী। করোনার দ্বিতীয় ঢেউয়ের দিনে শিলিগুড়ি সহ গ্রামীণ এলাকায় তাঁরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন ব‍্যাঙ্ক গঠন করে এই কাজ তাঁরা স্কুটি চেপে দিন রাত তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন। এ এক অন্যরকম স্যালুট জানানোর মতো মানবিক ধর্ম । ২০১৭ সালের অক্টোবর মাসে লিভ লাইফ হ‍্যাপিলি অর্গানাইজেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন শুরু করে তারা। ১০ টাকা নিয়ে মোবাইল লাইব্রেরিকে রেখে মানুষের সাথে সহযোগিতার পথ এখন অনেকটাই প্রশস্ত। এ বিষয়ে অনির্বাণ নন্দী বলেন , গতবছর থেকে এই কাজ শুরু হয়েছে। তবে এই মূহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ অক্সিজেন পৌঁছনোর। আমরা একটা অক্সিজেন ব‍্যাঙ্ক তৈরি করেছি। যারা আমাদের যোগাযোগ করছে তাদের আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। অক্সিজেন ছাড়াও ৩০টি গ্রামে মাস্ক দিচ্ছি আমরা, করোনা আক্রান্ত বাড়িতে স‍্যানিটাইজেশন করা, গ্রামের সাধারণ মানুষদের ভ‍্যাকসিনের রেজিস্ট্রেশন করানো, সব কিছুই বিনামূল্যে করা হচ্ছে । পাশাপাশি বিনামূল্যে দেওয়া হচ্ছে স‍্যানিটারী প‍্যাড। ৭ হাজারের ওপর মহিলা, ১৭০০র উপরে ছাত্র ছাত্রী সহ অগুনিত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আমরা। অক্সিজেন সিলিন্ডার সাহায্য পাওয়া অভিষেক দাস বলেন, গতকাল রাতে আমার যখন খুব দরকার পড়েছিল অক্সিজেনের তখন লিভ লাইফ হ‍্যাপিলির সঙ্গে যোগাযোগ করি ও কিছুক্ষণ পর সহযোগিতা পাই। রাত ৩টায় অক্সিজেন দিয়েছে এরা।