নিজস্ব প্রতিবেদন ঃ কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে মঙ্গলবার এক সচেতনতামূলক শিবির আয়োজন করা হয় ডুয়ার্সের কালচিনিতে । এদিন কালচিনি ইউনিয়ন একাডেমি হাইস্কুলে সিনি নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এই সচেতনতা শিবির করা হয়। যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৮০ জন ছাত্রী উপস্থিত ছিলো। এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জানান, ‘একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলেছে, তার মাঝে অল্প সময় বের করে এই অনুষ্ঠানের আয়োজন। মূলত কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপর কী কী সমস্যা হতে পারে,এ নিয়েই সিনির তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্য বিবাহ রুখতে এরকম অনুষ্ঠান আগামীদিনেও হবে বলে জানানো হয়।