ডুয়ার্সের ব্লাড ম্যান এই প্রাক্তন সেনা কর্মী,রক্তদান ১১৪ তম

নিজস্ব প্রতিবেদন :ডুয়ার্স রক্তমিত্র পরিবারের উদ্যোগে সোমবার ১১ই মার্চ ‘রক্তমিত্র পরিবারের উদ্যোগে’ ডুয়ার্সের বানারাহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নিজে রক্তদান করে এই শিবিরের সূচনা করেন ডুর্য়াস এলাকার ‘ব্লাডম্যান’ বলে খ্যাত প্রাক্তন সেনাকর্মী রঞ্জিত মিশ্র। তিনি বলেন, ‘‘ডুয়ার্স রক্তমিত্র পরিবার আমারই হাতে তৈরী, আজ বানারহাট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই শিবিরের ব্যবস্থা করার পেছনে একমাত্র উদ্দেশ্য হল আগামীর নারীশক্তিকে আরও দৃঢ় করে তোলা। তাদের আরোও প্রেরণা যোগাতে হবে; যাতে ভবিষ্যতে তারাও নিজ নিজ সংসার পরিচালনার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসতে পারে।” রঞ্জিত মিশ্র ইতিপূর্বে ১১৩ বার রক্তদান করেছেন। এটি ছিল তার ১১৪তম রক্তদান।

এই শিবিরে উপস্থিত ছিলেন ডুয়ার্সের বিশিষ্ট সমাজসেবী ডাঃ পার্থপ্রতিম ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালী সামন্ত। ডুয়ার্স দিবস উদযাপন সামিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ পার্থপ্রতিম-এর মতে, ‘‘প্রতি বছর বসন্ত ও গ্রীষ্মে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব দেখা যায়। তাই এ ধরনের রক্তদান শিবির আরও বেশী করে হওয়া প্রয়োজন।”
বানারহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শুভদ্রা চিকবরাইক বলেন, ‘‘রক্তদান জীবনদান। এই ডুয়ার্স এলাকার মানুষেরা স্বাস্থ্যসচেতনতার বিষয়ে বেশ পিছিয়ে রয়েছে। মায়েরাই পারিবারিক ও সামাজিক দায়-দায়িত্ব পালন করে থাকেন। মূলত ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও সভ্যতার চালিকাশক্তি। তাই আমাদের এই স্কুলের ছাত্রীদের নিয়ে রক্তদান শিবিরটি আয়োজন করেছি”।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :