
নিজস্ব প্রতিবেদন : চোখের একটি রোগ হলো গ্লুকোমা।এখন চলছে গ্লুকোমা সচেতনতা সপ্তাহ। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ স্বরুপ রায় গ্লুকোমা সম্পর্কে কিছু বক্তব্য মেলে ধরলেন। একই সঙ্গে একটি অভিনব কিউ আর কোড স্ক্যানার তিনি মেলে ধরলেন। সেই কিউ আর কোডে স্ক্যান করলেই গ্লুকোমা রোগ সম্পর্কে বেরিয়ে আসবে নানা তথ্য।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :