সারদা বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে বিশেষ উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর লাগোয়া রাজগঞ্জ ব্লকের পুঁটিমারিতে অবস্থিত সারদা বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হলো।
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছিল বিশেষ আবেগ ও উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানীমন্দির রেলওয়ে হাইস্কুলের শিক্ষক সুদীপ্ত কুমার জানা।উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় দীপঙ্কর দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ির অঞ্চল প্রধান দিলীপ রায়, বিজয় কুমার শাহ্, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী
বিপ্লব সেনগুপ্ত,সম্পাদক বিমল কৃষ্ণ দাস,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাপি দাস সহ পরিচালন সমিতির সদস্যবৃন্দ ও সকল শিক্ষক শিক্ষিকারা।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
এদিন সকাল ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠানের সূচনা হয় ।
একশো মিটার,চারশো মিটার দৌড়, রীলে রেস, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফনের সঙ্গে প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ,ব্যাঙ দৌড়,মোরগ লড়াই,২৫ মিটার,৫০ মিটার দৌড় সহ মোট ৬৬ টি ইভেন্ট।তাতে অংশগ্রহণ করে ২১৩জন।
এছাড়াও ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা।
অ্যাথলেটিক ইভেন্টের পাশাপাশি ছিল পিরামিড,যোগাসন, ক্যারাটে প্রদর্শন,ব্রেকিং, রণপা,ছাত্রদের সাইকেল প্রদর্শনী।বিদ্যালয়ের ছাত্রদের অগ্নিগোলক সকলের দৃষ্টি ও বিশেষ ভাবে প্রশংসা পেয়েছে।
বিদ্যালয়ের শারীরিক শিক্ষক প্রণব অধিকারী জানান, বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে,এবং বিদ্যালয়েও পড়াশোনার পাশাপাশি নিয়মিত যোগ,শরীর চর্চার অভ্যাস হয়ে থাকে।এবার এথলেটিক ইভেন্টের পাশাপাশি বেশ কিছু শারীরিক ও সাহসিক নমুনা ছাত্রছাত্রীরা সকলের সামনে রেখেছে।