নিজস্ব প্রতিবেদন ঃ বিক্ষিপ্তভাবে কয়েকটি ওয়ার্ডে কিছু গোলমাল বা উত্তেজনা তৈরি হলেও মোটামুটিভাবে শনিবার শিলিগুড়ির পুরভোট শান্তিতেই শেষ হয়েছে। ভোটের হার গড়ে প্রায় ৭৫ শতাংশ। এদিন সকালে ৪৭টি ওয়ার্ডেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকালে উত্তেজনা তৈরি হয় ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনে। সেখানে বিজেপির বিধায়ক ও প্রার্থী শঙ্কর ঘোষ এবং নির্দল প্রার্থী বিকাশ সরকার পৃথক পৃথকভাবে শাসক দল তৃনমুলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন।যদিও অভিযোগ অস্বীকার করে তৃনমুল। এদিন বিকালে ভোটের শেষে তীব্র উত্তেজনা তৈরি হয় ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখানে পুলিশের গাড়িতে ইট পাটকেল এবং ভাঙচুর করার অভিযোগ ওঠে। সেই ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন তৃনমুল প্রার্থী। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এলাকায় গেলে তাঁকে ঘিরেও উত্তেজনা, বিক্ষোভ হয় বলে অভিযোগ। পুরসভার ৬, ২১, ৩৯, ৪০, ৪১, ৩৪,৩৫, ৩৭ নম্বর ওয়ার্ডে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ হয়। এনজেপিতে সাংসদ জয়ন্ত রায়কে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তৃনমুল।এখন সোমবার ভোট গননা। সোমবারই জানা যাবে ৪৭ ওয়ার্ডে ফলাফল