নিজস্ব প্রতিবেদন : এগিয়ে আসছে ২৫শে ডিসেম্বর, বড় দিন। তার আগে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়েছে। শিলিগুড়িতে ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম থেকে ইতিমধ্যে প্রাক বড় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রাক বড় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে গত ২ ডিসেম্বর থেকে, শিলিগুড়ি এনজেপির মাইকেল মধূসুধন কলোনিতে। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের স্থানীয় সহ সভাপতি কৌস্তভ দত্ত জানিয়েছেন, শুরু হয়েছে ক্যারল বা প্রার্থনা সঙ্গীত।প্রভু যীশুর দর্শন এবং বাইবেল থেকে পাঠ করা হচ্ছে।
কৌস্তুভবাবু এবং তাঁর স্ত্রী রোজলি দত্ত জানিয়েছেন, তাঁরা সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন।কাওয়াখালিতে রয়েছে তাদের প্রার্থনা ভবন, হাউস অফ প্রেয়ার। রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা শিবির,ওষুধ বিতরন, দুঃস্থদের পাশে দাঁড়ানোর বিভিন্ন কর্মসূচি তাঁরা সারা বছর ধরে চালিয়ে থাকেন।তবে বড় দিনের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ক্যারল সঙ্গীত,নৃত্য প্রভৃতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ২ ডিসেম্বর এনজেপি মধুসূদন কলোনিতে যে ক্যারল প্রার্থনা সঙ্গীত বা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে তা ধারাবাহিকভাবে চলবে। এরপর আঠারখাই শিবমন্দির, শালবাড়ি এলাকায় সেই প্রাক বড় দিনের অনুষ্ঠান হবে। ২৫শে ডিসেম্বর শিলিগুড়ি মাটিগাড়ার সিটি সেন্টারে বড় করে অনুষ্ঠান হবে। ২৫শে ডিসেম্বর সকালে শিলিগুড়ি হাসমি চকে তাঁরা প্রভাতি প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন। সেখানে দেশ ও সমাজের মঙ্গল কামনায় প্রার্থনা সঙ্গীতের সঙ্গে শান্তি কামনায় পায়রা ছাড়া হবে। সেখানে বাইবেল পাঠও হবে। আজকের পৃথিবীতে যখন বিভিন্ন স্থানে শান্তি নিয়ে আলোচনা হচ্ছে তখন বাইবেল অত্যন্ত প্রাসঙ্গিক বলে কৌস্তভবাবু জানান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ