শিব জ্ঞানে জীব সেবার ব্রত নিয়ে বিনামূল্যে রোগী দেখলেন বঙ্গরত্ন চিকিৎসক ডাঃ শেখর চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন : শিব জ্ঞানে জীব সেবার ভাবনা নিয়ে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করলেন প্রখ্যাত চিকিৎসক তথা বঙ্গ রত্ন ডাঃ শেখর চক্রবর্তী। শনিবার শিলিগুড়ি প্রধান নগর বাঘাযতীন কলোনিতে স্বামী বুদ্ধাত্মানন্দ স্মৃতি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ ও আশ্রমে সেই শিবির অনুষ্ঠিত হলে সেখানে উপস্থিত হয়ে বিনামূল্যে রোগী দেখেন ডাঃ শেখর চক্রবর্তী। আর নাম করা একজন চিকিৎসক সেখানে রোগী দেখায় বেশ খুশি অনেক রোগী।গরিব সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতি মাসেই যাতে এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলে আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ জানিয়েছেন। আর বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শেখর চক্রবর্তী বলেন,প্রতি মাসেই যাতে অন্তত একটি করে এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসে তারজন্য তিনিও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এদিন বারবার স্মরন করে ঠাকুরের দর্শন শিব জ্ঞানে জীব সেবার এই প্রয়াস বলে ডাঃ চক্রবর্তী উল্লেখ করেন।তিনি তাঁর বক্তব্যে ঠাকুরের দর্শন উল্লেখ করতে গিয়ে বারবার কর্মযোগেরও উল্লেখ করেন। অনুষ্ঠানে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ স্নহা বাত্রা,দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের চিফ এক্সিকিউটিভ কমলেশ গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের সহযোগিতায় শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম বেশ কিছু দিন ধরে ওই আশ্রম চত্বরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে চলেছে। এমনকি গ্রামে গিয়েও দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের সহযোগিতায় শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম চক্ষু পরীক্ষা শিবিরেের আয়োজন করে চলেছে। সেই সব শিবিরে যেসব গরিব অসহায় মানুষের চোখে ছানি ধরা পড়ছে তাদের ছানি অপারেশন বিনামূল্যেই করে চলেছে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট। প্রকৃতপক্ষে গরিব অসহায় মানুষের প্রতি বিনামূল্যে সেবা দিয়ে দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট যে নজির তৈরি করছে তার ভূয়সী প্রশংসা করছেন রোগী সাধারণও।এবারে গরিব মানুষদের সেবা দিতে বিনামূল্যে যাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা যায় তারজন্য শেখর চক্রবর্তীর মতো চিকিৎসকদের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম সূত্রে জানানো হয়েছে। শনিবারের সেই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেদব্রত দত্ত। ডাঃ শেখর চক্রবর্তী ছাড়াও আরও অনেক চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :