নিজস্ব প্রতিবেদন : তিনদিন ধরে নৃত্য শিল্পীদের জন্য কার্যত চাঁদের হাট বসলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। গত ৫ই ডিসেম্বর থেকে শুরু হয় সেই উদয় শঙ্কর উৎসব। আর তা শেষ হয় ৭ই ডিসেম্বর।তিন দিন ধরে সেই অনুষ্ঠান বেশ জমে ওঠে । পরিচালনায় ছিলো অন্য আলো শিলিগুড়ি।প্রতিদিন প্রায় ৩০টিরও বেশি নাচের দল তাতে অংশ নেয়।
সঞ্চালনায় ছিলেন অমিতাভ ঘোষ। এবছরে উদয় শংকর সম্মান পান গৌরাঙ্গ মন্ডল।এই নৃত্য উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। নৃত্য শিল্পীরা সুন্দর সুন্দর সব নৃত্য কলার মাধ্যমে অনুষ্ঠান মঞ্চকে অন্যমাত্রায় পৌঁছে দেন।আর এই নৃত্য চর্চার প্রতি আগ্রহ দেখিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও যেভাবে এগিয়ে আসছে তাতে ইতিবাচক সৃজনশীল ভাবনা আরও প্রসারিত হচ্ছে বলেই উদ্যোক্তাদের ধারণা। উদ্যোক্তাদের কাছ থেকেই জানা গিয়েছে,বহু ছেলেমেয়ে পড়াশোনাকে আরও সহজ করতে এবং শরীরমন চনমনে রাখতে নৃত্য চর্চায় ক্রমাগত নাম লিখিয়ে চলেছে। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের একটি রিপোর্ট।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :