নিজস্ব প্রতিবেদন : কোচবিহারের ঐতিহ্যমন্ডিত রাস মেলা দেখার জন্য প্রতি বছরই বহু পুন্যার্থী ভিড় করেন। বহু পুন্যার্থী এটাই মনে মনে প্রার্থনা করেন,যদি একটু প্রসাদ পাওয়া যায়। কিন্তু সবাই প্রসাদ পান না।এবারে কিন্তু ভিন্ন ছবি দেখা গেলো।রবিবার রাস মেলা চত্বরে
মদনমোহন মন্দিরের ভিতরের বের হওয়ার পথে ১১ থেকে ১২ হাজার পুন্যার্থীর জন্য প্রসাদের ব্যবস্থা করলেন
কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী মদনমোহন বনিক। বহু দিন ধরে মদনমোহনবাবুর ইচ্ছে ছিল, পুন্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করবেন। এদিন তিনি তাঁর মনের সেই জমে থাকা ইচ্ছে পূরণ করতে পেরে বেশ খুশি। আর এদিন রাস মেলায় মদন মোহন মন্দিরের সামনে আসা ভক্ত বা পুন্যার্থীরাও প্রসাদ পেয়ে বেশ খুশি। কোচবিহারের মদন মোহন মন্দিরের রাস মেলার ইতিহাসে এই ঘটনা এক নজির হয়ে থাকবে। আগামী বছরগুলোতেও তিনি এই প্রসাদ বিতরনের উদ্যোগ নেবেন বলে মদনমোহনবাবু জানিয়েছেন। এদিন
প্রসাদ প্রদান করার সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা।সঙ্গে ছিলেন বণিক পরিবারের সদস্যরা।
মন্দির কমিটির সকল সদস্য এবং পুলিশ প্রশাসনও এই ঐতিহাসিক প্রসাদ বিতরনের কাজে সহযোগিতা করে।
মদনবাবু বলেন,চেষ্টা করব প্রতিবছর এই ধরনের প্রসাদ বিতরনের জন্য। এদিন মেলা বা মন্দিরে আসা পুণ্যার্থীরাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করেছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—