![Screenshot_20221011-092131_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/10/Screenshot_20221011-092131_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ সিকিমে ভারী বৃষ্টিপাত হয়েছে রবিবার। ফলে তিস্তা সহ বিভিন্ন নদীর জল বাড়ছে।আর জলস্তর বেড়ে যাওয়ায় সোমবার তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হয় অতিরিক্ত জল।*
পাহাড় ও সমতলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই। সোমবারও সকাল থেকেই মেঘলা আকাশ ছিলো । মেঘের গর্জনের সঙ্গে বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে পাহাড় ও সমতলে। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে ৪১.২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে,
তিস্তা বারেজ জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউসেক । ইতিমধ্যেই তিস্তার অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ দপ্তর।
পাহাড়ে ব্যাপক বৃষ্টি হওয়ায় তিস্তা নদীতে জলস্তর মাপার কাজ শুরু করেছে কেন্দ্রীয় জল কমিশন দপ্তর। ইতিমধ্যেই উত্তর সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
সিকিমে বৃষ্টি হলে তিস্তার মতো পাহাড়ী নদীর জলস্তর বাড়বে এটাই স্বাভাবিক, সেই সব দিক মাথায় রেখেই তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির ওপর নজর রাখছে কেন্দ্রীয় জল কমিশন দপ্তর।
এই বিষয়ে রূপক দাস বলেন, সি ডাবলু সির পক্ষ থেকে তিস্তার জলস্তর মেপে নজর রাখার কাজ চলছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)