নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার ছিলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।এই বিশেষ দিবসে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে ওয়েস্টবেঙ্গল ভলান্টারী হেল্থ অ্যাসোসিয়েশন। মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের দায়িত্ব ও কর্তব্য,এটাই ছিলো আলোচনার মূল বিষয়। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব এই আলোচনা সভার সূচনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র গৌতম দেব ছাড়াও দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডা: তুলসী প্রমানিক, উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনেকোলোজি বিভাগ এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স এর ডীন ডা: সন্দীপ সেনগুপ্ত, আয়োজক সংস্থার প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি প্রমূখ। স্টিগমা এবং মেন্টাল হেল্থ ইস্যু বিষয়ে আলোচনা করেন উত্তরবঙ্গ ও সিকিমের দায়িত্ব প্রাপ্ত সার্ভিলেন্স অফিসার হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: শুভেন্দু রায়, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মেডিটেশনের ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রজাপিতা ব্রহ্মাকুমারিজএর প্রতিনিধি বি. কে. মুনমুন, আসক্তি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করেন নিউ লাইফ ফাউন্ডেশনের বিকাশ ভট্রাচার্য, এডালোসেন্স মেন্টাল হেল্থ প্রবলেম নিয়ে আলোচনা করেন রানীডাঙ্গা কালারাম উচ্চ বিদ্যালয়ের এডোলোসেন্স হেল্থ এর নোডাল শিক্ষক পরাগ বিশ্বাস। সুস্থ মন এবং স্ট্রেস মুক্ত জীবন বিষয়ে আলোচনা করেন উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাউন্সেলর মৈত্রেয়ী সেন, মানসিক স্বাস্থ্য নিয়ে পরিবারের ভূমিকা এবং আমাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন সংস্থার প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি। আলোচনা সভায় আলোচকদের পাশাপাশি আশা কর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, পীস ক্লাব মেম্বার, অঙ্গনওয়াড়ি কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী , এবং প্রকল্পের বিভিন্ন অংশগ্রহনকারী সহ প্রায় ১৫০ জন অংশগ্রহন করেছিলেন।