![Screenshot_20220911-095704_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220911-095704_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃঅভিনয়ের পাশাপাশি সুবর্ণ জয়ন্তী বর্ষে “দামামা” এবার সামাজিক কাজে নিজেদের তুলে ধরলো। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে “দামামা” নাট্য সংস্থা নিজেদেরকে সামাজিক কাজে তুলে ধরার চেষ্টা করছে।শনিবার শিলিগুড়ি শক্তিগড়ের সংস্থা কার্যালয়ে তেরাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক রক্তদান শিবির হয়। এই শহরের থিয়েটারের সঙ্গে যুক্ত সকলে সেই রক্তদানের কাজে এগিয়ে এসেছেন।”দামামা” নাট্য দলের সভাপতি সত্যেন ব্যাণার্জি জানান, দামামা সব সময় নতুন কিছু করার চিন্তা করছে।সংস্থার সকলে অভিনয়ের সাথে যুক্ত হলেও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে সামাজিক কাজ করা হচ্ছে ।এর সাথে বিভিন্ন কর্মশালার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার চেষ্টা হচ্ছে ।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)