নিজস্ব প্রতিবেদন ঃপুজোকে সামনে রেখে প্রতিবছর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখা সংগঠন।এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।এবারেও আর্থিকভাবে অনগ্রসর বহু মহিলার মধ্যে পুজোর মুখে শাড়ি বিতরণ করবে লায়ন্স ক্লাব। এর বাইরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিলিগুড়ি এস এফ রোডের সিদ্ধেশ্বরী কালিবাড়িতে লায়ন্স ক্লাবের বিশেষ রান্নাঘর শুরু হয়ে যাচ্ছে পুজোর মুখে। প্রচুর গরিব মানুষ সেখান থেকে প্রতিদিন দুপুরের খাবার পাবেন বিনামূল্যে। শিলিগুড়িতে লায়ন্স ক্লাবের কর্মকর্তা লায়ন সুরেশ সিনহল এবং লায়ন বিমল আগরওয়ালা জানিয়েছেন, সারা বছর ধরেই তাদের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি চলতে থাকে। এরমধ্যে রক্তদান যেমন আছে তেমনই বৃক্ষরোপনও রয়েছে। বর্তমানে ডিজিটাল মিডিয়ার যুগে বহু ছাত্রছাত্রী পাঠ্যপুস্তক পড়ার কাজ ভুলে গিয়েছে। মোবাইলেই অনেকে ডুব দিচ্ছে। তাদের জন্য পাঠ্যপুস্তকে মনোযোগ বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। অপরদিকে আর্থিকভাবে অনগ্রসর প্রত্যন্ত এলাকার বহু ছাত্রছাত্রী আজও ঘরে বিদ্যুৎ এর অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারে না।তাদের ঘরে সৌর শক্তির সাহায্যে আলোর বন্দোবস্ত করে দিচ্ছে লায়ন্স ক্লাব।