![Screenshot_20220911-095847_Facebook](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/09/Screenshot_20220911-095847_Facebook-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃঘুড়ি দিয়ে তৈরি হচ্ছে পুজো মন্ডপ।৫১ ফুট উচ্চতার পুজো মন্ডপে থাকছে পাঁচ হাজার ঘুড়ি।এরজন্য আলাদা সেলফি জোনও তৈরি করা হচ্ছে। শনিবার কোচবিহার মদন মোহন কলোনী স্পোর্টিং ক্লাবের সেই ঘুড়ি বিষয়ক থিম পুজোর খুটি পুজো হলো।আর এর মাধ্যমেই সেখানে শারদ উৎসবের সূচনা করা হয়। ঘুড়ির কথা সকলে দিনের পর দিন ভুলে যাচ্ছে। একটা সময় ঘুড়ি ওড়ানো নিয়ে বাচ্চা বুড়ো সকলের মন অন্যজগতে ডুব দিতো।ঘুড়ির সঙ্গে কৈশোরের মন ডুব দিতো নীল আকাশে। কিন্তু আজ বহুতলের যুগে ফাঁকা মাঠ হারিয়ে যাচ্ছে। ফলে ঘুড়ি ওড়ানোর সেই মজা নেই। শুভ বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো হয়, সেটাও এখন মানুষ ভুলে গিয়েছে। এই বছর তাই ওই ক্লাবের পুজোর থিম ঘুড়ি।সভাপতি শঙ্কর রায় জানাচ্ছেন, আমাদের জীবন্ত দুর্গার মাধ্যমেও দিয়ে একটি বার্তা দেওয়া হচ্ছে মন্ডপে এলে অবশ্যই মাস্ক পড়ে আসবেন,কেননা করোনার জীবাণু এখনও লুকিয়ে রয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)