শিলিগুড়ি কুমোরটুলির বেহাল রাস্তা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই প্রতিমা তৈরির শিল্পে একটি উল্লেখযোগ্য নাম শিলিগুড়ি কুমোরটুলি। সেই কুমোরটুলি থেকে সরকারের ঘরে রাজস্বও জমা পড়ে অনেক। কিন্তু সেই কুমোরটুলিতে যাতায়াতের রাস্তা ভালো না থাকায় মৃৎ শিল্পীরা প্রচন্ড উদ্বেগ বা চিন্তায় দিন অতিবাহিত করছেন। শিলিগুড়ি কুমোরটুলি মৃৎ শিল্প উন্নয়ন সংগঠনের সভাপতি অধীর পাল বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেছেন, সামনে পুজো।প্রচুর দুর্গা প্রতিমা শিলিগুড়ি কুমোরটুলি থেকে বাইরে যাবে। কিন্তু রাস্তাঘাট ভালো থাকায় তাদের কপালে চিন্তার ভাজ রয়েছে। শিলিগুড়ি কুমোরটুলির সঙ্গে বহু মানুষের রুটিরুজি জড়িত। এখান থেকে দুর্গা সহ অন প্রতিমা দার্জিলিং পাহাড়, সিকিম এবং প্রতিবেশী রাজ্যগুলোতে যায়। অথচ কুমোরটুলিতে প্রবেশের রাস্তা ভালো না থাকলে মানুষেরা এই কুমোরটুলিতে আসবেন কিভাবে। অধীরবাবু ছোট থেকেই প্রতিমা তৈরি করেন। এখন তিনি ফাইবারের বহু মূল্যবান মূর্তি তৈরি করেন। তাঁর কারখানাতে বহু শ্রমিক কাজ করেন।