পুজোর মুখে অন্যরকম ট্যুরিজম উত্তরবঙ্গে–গুরুবাস, অংশ নিচ্ছেন প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়াও

নিজস্ব প্রতিবেদন ঃ ভ্রমণের মাধ্যমে প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে তুলুন। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তবে ভ্রমণের ফাঁকে এক-দু’দিন গ্রামের মানুষদের নিয়ে চিকিৎসা শিবির করতে পারেন। আবার আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তবে ঘোরাঘুরির ফাঁকে এক-দু’দিন গ্রামের ছেলেমেয়েদের নিয়ে গ্রামেই কোনও ক্লাস চালু করে দিতে পারেন। শহরের একঘেয়েমি কাটিয়ে গ্রামের মধ্যে চাষী বা কোনও বাউল শিল্পীর সঙ্গে মিশে আপনি কদিনের জন্য অন্যজগতে পৌঁছে যেতে পারেন। গুরুবাস নাম দিয়ে পুজোর মধ্যেই এ এক অন্যরকম পর্যটন শুরু হয়েছে উত্তরবঙ্গে।সিকিম, ডুয়ার্স, তরাই মিলিয়ে এরকম ১৬টিরও বেশি গ্রামকে বিশেষ পর্যটন কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গে। করোনার মধ্যে যেভাবে পর্যটন শেষ হয়ে গিয়েছে উত্তরবঙ্গে তাকে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য পর্যটনের নতুন ভাবনা শুরু হয়েছে। উত্তরবঙ্গের বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু জানিয়েছেন, পুজোর মধ্যে ভ্রমণে বেরিয়ে পুজোর স্বাদও নিতে পারেন পর্যটকরা। এজন্য কিছু কিছু গ্রামে পুজোরও আয়োজন হচ্ছে সেভাবে। যেখানে পুজো হচ্ছে না সেখানে পর্যটকরা যাতে অনলাইনে পুজোর স্বাদ নিতে পারেন তার প্রয়াসও নেওয়া হচ্ছে বলে রাজবাবু জানিয়েছেন।
বিখ্যাত ফুটবলার বাইচুুং ভুটিয়াও এই ধরনের গুরুবাস পর্যটনে অংশ নিচ্ছেন এবার। তাঁর সিকিমের গ্রামেও এরকম কয়েকটি গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। গ্রামের সংস্কৃতির সঙ্গে কদিনের জন্য মিশে গেলে মনটাই কিন্তু অন্যরকম সতেজ হয়ে উঠবে