বাপি ঘোষ, শিলিগুড়িঃ অভুক্তদের পেটে মাত্র পাঁচ টাকায় ডালভাতসব্জি তুলে দিতে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি শুরু করেছে জনআহার। সে জনআহারের খাদ্য সংগ্রহ করতে শিলিগুড়ি মেঘদূত সিনেমা হলের বিপরীতে এখন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর বারোটার পর অনেকে ভিড় করছে।এবারে পুজোর উৎসবের দিনগুলোতে অভুক্ত তথা হতদরিদ্রদের মুখে হাসি ফোটাতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 322 F নিয়ে আসছে তাদের পরবর্তী কর্মসূচি উপহার। মালদা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার- কোচবিহার পর্যন্ত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল তাদের ১০৯ টি শাখা ক্লাবের মাধ্যমে সেই উপহার কর্মসূচি। এই কর্মসুচি অনুযায়ী হতদরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে সুকনো রেশন। রেশনের এক একটি প্যাকেট তৈরি হবে সাড়ে পাঁচ কেজি ওজনের। এক একটি প্যাকেটে থাকছে দুকেজি চাল,২৫০ গ্রাম সয়াবিন,৫০০ গ্রাম মুসুর ডাল, ২৫০ গ্রাম সরষে তেল, ২৫০ গ্রাম লবন, মশলা এবং আরও দুএকটি সামগ্রী। এভাবে মোট সাত হাজার জনের মধ্যে বিনামূল্যে বিলি করা হবে এই পুজো উপহার। লায়ন্স ক্লাবের গ্লোবাল সার্ভিস টিমের চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহল মঙ্গলবার খবরের ঘন্টাকে জানিয়েছেন, চলতি মাসের ১৯ সেপ্টেম্বর শুরু হবে তাদের এই কর্মসূচি। পুজোর আগে মহালয়ার মধ্যে শেষ হয়ে যাবে এই কর্মসূচি। তাদের ৩৫০০ সদস্য আছেন। তারা সবাই মিলে হতদরিদ্রদের খুঁজে এই কর্মসূচিতে সামিল হতে চলেছেন।
লায়ন্স ক্লাব বিভিন্ন ধারাবাহিক কাজের মাধ্যমে সমাজে তাদের অবদান রাখছে। পয়লা জুলাই চিকিৎসক দিবস,তারপর সি এ দিবস একসঙ্গে পালন করে।এরপর গাছ লাগানোর কর্মসূচি। সেটা শেষ হতেই রক্তদান কর্মসূচি। এখন পর্যন্ত চার হাজার ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শেষ হবে রক্তদান কর্মসূচি। রক্তদান কর্মসূচি শেষ হলেই শুরু হবে উপহার কর্মসূচি। পুজোর মুখে হতদরিদ্রদের মুখে হাসি ফোটাতে সুরেশবাবুদের এই বিশেষ উপহার কর্মসূচি বিরাট এক বৈপ্লবিক সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন।