নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির বেসরকারি চিকিৎসা নিয়ে এক শ্রেনীর মানুষ অতিষ্ঠ এবং হতাশ।প্রায়ই অভিযোগ শোনা যায়, শিলিগুড়িতে কিছু বেসরকারি নার্সিং হোম এবং ডায়াগনস্টিক সেন্টার লুঠপাট করছে।অবস্থানগত কারনে পাহাড়ের নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং, বাংলাদেশের একাংশ,বিহারের কিছু অংশ এবং নিম্ন অসম থেকে কিছু মানুষ চিকিৎসার জন্য শিলিগুড়ি দৌড়ে আসেন।আর বিপদে পড়ে শিলিগুড়িতে আসা সেই সব অসহায় মানুষের বুক পেটে ছুরি কাঁচি এবং অকারণে আই সি সি ইউতে পাঠিয়ে টাকাপয়সা লুঠপাট করে নেওয়ার অভিযোগ বারবার উঠছে এক শ্রেনীর নার্সিং হোমের বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও শিলিগুড়িতে রোগীর সঠিক রোগটি কি তা চিহ্নিত করতে না পারার অভিযোগও উঠছে। ফলে শিলিগুড়ির চিকিৎসা নিয়ে একরাশ ক্ষোভ এবং বিরক্ত হয়েই বহু মানুষ দক্ষিন ভারতে পাড়ি দিচ্ছেন। এরমধ্যেই আবার এক শ্রেনীর নার্সিং হোমের বিরুদ্ধে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথি কার্ডকে পা এর নিচে ফেলে দিয়ে রোগীকে প্রত্যাখ্যান করার অভিযোগ উঠছে।একজন গরিব অসহায় মানুষ সরকারি হাসপাতালে কোনো কঠিন ব্যাধির চিকিৎসা না করাতে পেরে যখন নার্সিং হোমে যাচ্ছেন তখন সেই গরিব মানুষের কান্নাকে লাথি মেরে সেই গরিবের ঘটিবাটি গরু ছাগল সব বিক্রি করিয়ে ফিল্মের ভিলেনি কায়দায় মোটা টাকা বিল আদায় করার মতো চরম অমানবিক কাজ করার অভিযোগও উঠছে এক শ্রেনীর নার্সিং হোমের বিরুদ্ধে। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথি কার্ডকেইবা এরা পা এর নিচে মাড়িয়ে দেওয়ার মতো স্পর্ধা কিভাবে পাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।বৃহস্পতিবার শিলিগুড়ি আপার ভানুনগরে বেসরকারি চিকিৎসা কেন্দ্র ম্যাগনাস মাল্টি স্পেশালিটি হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার উদ্বোধনের সময় সেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের পরিচালন কর্মকর্তাদের কাছে এসব প্রশ্ন এবং অভিযোগের উত্তর চান সাংবাদিকরা।স্বাস্থ্য শিল্পের শহর শিলিগুড়িতে একের পর এক নার্সিং হোম গড়ে উঠলেও চিকিৎসার গুনগত মান কেন দক্ষিন ভারতের মতো হচ্ছে না,কেন চিকিৎসার নামে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শিলিগুড়িতে, এসব প্রশ্ন ওঠে।এসব প্রশ্নের জবাবে সেই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের পরিচালন কর্মকর্তারা পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, বরো চেয়ারম্যান স্মৃতিকনা বিশ্বাস, পদ্মশ্রী করিমূল হকের মতো ব্যক্তিত্বদের পাশে বসিয়ে স্পষ্ট করেই জানিয়ে দেন,তাঁরা সবরকম ইন্ডোর চিকিৎসায় স্বাস্থ্য সাথি কার্ড গ্রহণ করবেন।স্বাস্থ্য সাথি কার্ডকে অবহেলা করবেন না। এছাড়া দক্ষিন ভারতে রোগীদের চলে যাওয়ার প্রশ্নে তাঁরা দাবি করেন, দক্ষিন ভারতে চিকিৎসার জন্য গিয়ে কোনো ফল না পেয়ে শিলিগুড়িতেই চিকিৎসার জন্য আসতে হয়েছে এমন নজিরও কিন্তু রয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, বরো চেয়ারম্যান স্মৃতিকনা বিশ্বাস, ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া, পদ্মশ্রী করিমূল হকের হাত দিয়ে ফিতা কাটার মাধ্যমে এই ম্যাগনাস মাল্টি স্পেশালিটি হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার এর পথ চলা শুরু হয়। আপাতত প্রথম পর্যায়ে এখানে শুধু আউটডোর রোগী দেখা হবে, এরপর ৪৯টি বেড নিয়ে শীঘ্রই ইন্ডোর রোগী পরিষেবা শুরু হবে ম্যাগনাসে। বয়স্ক মানুষরা চিকিৎসার জন্য সেখানে কার্ড করালে বিশেষ কিছু ছাড় এবং সুযোগ সুবিধা পাবেন।সেখানে শরীরে কোনোরকম রোগ ব্যাধি আছে কিনা তা চিহ্নিত করার জন্য সমগ্র শরীর পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে, এরজন্য পৃথকভাবে কিছু আধুনিক যন্ত্রপাতি বসছে। তাছাড়া ভালো চিকিৎসা পরিষেবা দিতে তাঁরা আরও কিছু পরিকল্পনা গ্রহণ করছেন বলে পরিচালন কর্মকর্তারা জানিয়েছেন। শিলিগুড়ি বিশাল সিনেমা হলের পাশ দিয়ে সোজা রাস্তা ধরে এই চিকিৎসা কেন্দ্রে যাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–