নিজস্ব প্রতিবেদন ঃ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পুষ্টিকর ডাবের জল। আর ডাবের জল পেয়ে বেশ খুশি ছাত্রছাত্রীরা
আজকাল নানান রকম ভেজাল পানীয় জলের বোতল বাজারে ছড়িয়ে পড়েছে।বিভিন্ন কেমিক্যাল মেশানো নানান ঠান্ডা পানীয় পান করে অসুস্থ হয়ে পড়ছে ছেলেমেয়েরা। সেদিকে তাকিয়ে ডাবের জল খুবই স্বাস্থ্যকর।
সোমবার ১০ জুলাই শিলিগুড়ি মহকুমার শিবমন্দিরস্থিত ঐতিহ্যবাহী নরসিংহ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর পানীয় ডাবের জলের বোতল তুলে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে। শিবমন্দিরস্থিত ” ধরিত্রী” সংগঠন ওই অভিনব উদ্যোগ নেয়। আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া
” অরণ্য সপ্তাহ” এর প্রাক্কালে কিছু গাছের চারাও এদিন ওই বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয় পরিসরে রোপনের জন্য।
এই উদ্যোগকে সার্থক করে তুলতে সম্পাদক সুনীল সরকার ও সমাজ কর্মী শ্রীমতী বাণী সিংহ রায়ের বিশেষ অবদান রাখেন।শিবমন্দির ধরিত্রী সংগঠনের সহ সম্পাদক সজল কুমার গুহ ওই খবর জানিয়েছেন ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-