নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ বিজ্ঞানী হতে চায় জলপাইগুড়ির গর্ব বর্ষদীপ দেব। আই এস সি পরীক্ষায় নজর কাড়ল জলপাইগুড়ির বর্ষদীপ দেব। উত্তরবঙ্গের সম্ভাব্য সেরা ও সারা ভারতে পঞ্চম স্থান অধিকার করেছে সে।
জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের এই ছাত্র এবছর আইএসসিতে ৯৮.৭৫% নম্বর পেয়ে স্কুল তথা উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছে।বর্ষদীপ দেবের এমন সাফল্যে খুশি জলপাইগুড়িবাসী।
বর্ষদীপের প্রাপ্ত নম্বর ৩৯৫।অঙ্কে পেয়েছে ৯৯, ফিজিক্সে ১০০,ইংরাজীতে ৯৭,বাইওলজি ৯৯, কেমিস্ট্রিতে ৯২ । ফিজিক্সে রিসার্চ করে ও একজন বিজ্ঞানী হতে চায়।।রোজ সে ৪থেকে ৫ঘন্টা পড়াশোনা করতো। পড়াশোনার সাথে সাথে ফুটবল খেলা তার শখ ছিল।বর্ষদেবের বাবা সত্যজিৎ দেব সোনাউল্লা স্কুলের একজন কর্মী।জলপাইগুড়ি শহরের বিল পাড়া সিরিজ তলার এই ছাত্রের রেজাল্টে খুশি হোলি চাইল্ড স্কুল কর্তৃপক্ষ ।বর্ষদীপ জানায়, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে পড়াশুনোর বিষয়ে সাহায্য করেছেন।