বাবা মাছ বিক্রেতা, মা পরিচারিকা, অভাবকে জয় করে রাজ্যে সপ্তম রীতা

নিজস্ব প্রতিবেদন ঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিলো শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের এক ছাত্রী। তার নাম রীতা হালদার।গোটা রাজ্যে তার স্থান সপ্তম। রিতার বাবা মাছ বিক্রেতা,আর মা পরিচারিকা। ঘরে খুবই অভাব।এই দারিদ্রতাকে উপেক্ষা করে সপ্তম স্থান দখল করেছে রীতা।ফলে সে এখন সকলের নজর কাড়ছে।
আর্থিক অনটনের মধ্যেও রিতা পড়াশোনা মন দিয়ে করে গিয়েছে। ঘরে অভাব থাকলেও যে পরীক্ষায় অপূর্ব ফল করা যায় তা প্রমাণ করে দিলো রীতা। আসলে ইচ্ছা শক্তিই হলো মূল কথা। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছা রয়েছে রীতার। শিলিগুড়ি হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাইস্কুলের প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী ও অন্যান্য ছাত্র-ছাত্রীরা সকলেই এখন খুশি। শিলিগুড়ি পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহা শুক্রবার রীতার সাফল্যের খবর পেয়ে স্কুলে পৌঁছে যান তাকে শুভেচ্ছা জানাতে। ফুল ও মিষ্টি দিয়ে রিতা কে সংবর্ধনা জানান পিংকিদেবী ।