করোনা আবহে ভোট , সোমবার শিলিগুড়িতে অমিত শা, মিঠুন চক্রবর্তী, অভিষেক ব্যানার্জী, মহঃ সেলিম

নিজস্ব প্রতিবেদন ঃ ১৭ এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বিধান সভার ভোট। এখন চলছে কার্যত শেষ মুহুর্তের প্রচার। শেষ মুহূর্তে মানুষের কাছে কত বেশি পৌছনো যায় তার লড়াই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে। করোনা কিন্তু রয়েই গিয়েছে। বরঞ্চ করোনা বাড়ছে। করোনা আবহের মধ্যেই ভোট হচ্ছে। এরমধ্যেই সোমবার শিলিগুড়ি আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। তিনি সোমবার বিকালে শিলিগুড়ি হিলকার্ট রোডে রোড শো করবেন। তার আগে তাঁর কর্মসূচি রয়েছে কালিম্পংয়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদেও তাঁর প্রচার কর্মসূচি রয়েছে বিজেপি প্রার্থীদের সমর্থনে। সোমবার শিলিগুড়ি আসছেন ফিল্ম স্টার মিঠুন চক্রবর্তীও। তিনি বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন মাটিগাড়া, জলপাইগুড়ি, বেলাকোবা এলাকায়। তৃনমুল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খড়িবাড়ির বাতাসীতে জনসভা করবেন তৃনমুল প্রার্থীর সমর্থনে। আবার সিপিএমের নেতা মহম্মদ সেলিম ডাবগ্রাম ফুলবাড়ির সিপিএম প্রার্থীর সমর্থনে সভা করবেন আশিঘর মোড়ের কাছে। এর বাইরে বিভিন্ন দলের ছোট ছোট সভা, মিছিলতো আছেই। কেও কাওকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ। সবার চাই ভোট। কিন্তু সাধারণ মানুষ বলছেন, এত এত স্টার, ভি আই পির চাপে রাস্তায় যান চলাচল ব্যাহত হবে। অনেককে নাকাল হতে হবে যানজটে। তারমধ্যে করোনা রক্ত চক্ষু দেখিয়ে চলেছে। মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আইসোলেশনে থেকে মোবাইলে ভোট প্রচার সারছেন। এদিকে দার্জিলিং জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে খবর, রবিবার দার্জিলিং জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ছিল ৫৩ জন। দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকায় সংখ্যাটি ছিল ২৭ জন, জলপাইগুড়ি জেলার অধীন ভক্তিনগর, এনজেপি মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় রবিবার করোনা আক্রান্ত সংখ্যা ছিল ৪০ জন। এইরকম করোনা আবহে ভোট হচ্ছে। কিন্তু ভোট দিয়ে যে জনগণ বিধান সভার প্রতিনিধি নির্বাচন করবেন সেই জনগণ কিন্তু সমগ্র পরিস্থিতিতে ভয়ে ভয়েই রয়েছেন। কাজেই তাদের সুস্থ মনে ভোট দেওয়া অর্থাৎ সুস্থ ভাবে খেলা হবে কতটা? এ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের অনেকের মধ্যে দেখা দিয়েছে।