নিজস্ব প্রতিবেদন ঃ ৬ মার্চ ছিল স্বেচ্ছাসেবী সংস্থা “আশ্বাস” এর ক্যালেন্ডারে একটি বিশেষ দিন।সেদিন ওই সংস্থার সদস্যরা সকাল সাড়ে এগারোটার মধ্যে সকলে পৌঁছে যান কোচবিহারের মধুপুরের কাছে চন্দনচৌড়ার কামদেব ধামে।
২০২১ সাল সমস্ত পৃথিবীর মানুষের কাছেই ভয়াবহ ছিল। “আশ্বাস” এর কাছেও ছিল ভীষণই বেদনাদায়ক। আশ্বাসেরই দুই সদস্য অবন্তী চক্রবর্ত্তী আর মঞ্জুশ্রী রায়কে ওই সময়ই হারাতে হয়েছে । অবন্তী কোভিডের সঙ্গে অসম যুদ্ধে হার মেনে চলে গেছে পরপারে। আর মঞ্জুশ্রী অসুস্থ হয়ে (মাল্টি অর্গান ফেইলিওর) সকলকে ছেড়ে চলে যায় তারাদের দেশে, বড় অসময়ে। ওরা যে শুধুমাত্র আশ্বাস এর সদস্য ছিল তাই নয়, ওরা ছিল আশ্বাসের বেশির ভাগ সদস্যের স্কুল বেলার বন্ধু। ওদের অকালপ্রয়াণ আশ্বাসের সদস্যদের নিঃসঙ্গ করেছে মানসিক ভাবে।
ওদের স্মৃতিতে আশ্বাসের তরফে কোচবিহারের চন্দনচৌড়ার কামদেবধামে বালক সেবার আয়োজন করা হয় রবিবার । সবমিলিয়ে প্রায় ১৭০ থেকে ১৮০ জনকে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয় । মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, পাঁপড় ভাজা, মিক্সড সব্জি, পনিরের ডালনা, চাটনি, মিষ্টি। বিশেষ চাহিদা সম্পন্ন চৌদ্দজনকে শাড়ি, ধুতি, কুর্তি, টি শার্ট (যার যেমন প্রয়োজন) দেওয়া হয়েছে। আর ১০০জন শিশুর হাতে তুলে দেওয়ার জন্য কলম আর কোল্ড ড্রিঙ্কস আশ্বাসকে দিয়েছেন ইন্দ্রনীল চৌধুরী।
“আস্থা” ফাউন্ডেশন এর কর্ণধার শঙ্কর রায় ও তার সহযোগী সদস্যরা বিরাট সহায়তার হাত বাড়িয়ে দেয় আশ্বাসকে । শঙ্করের গ্রুপের সবার আন্তরিক সহায়তায় একটি ভালো কাজের সাথে যুক্ত হতে পেরেছে “আশ্বাস”। শঙ্করবাবু এবং “আস্থা”ফাউন্ডেশনের সকলের জন্য রইল আশ্বাসের তরফে ভালোবাসা আর শুভকামনা জানানো হয়েছে।