শিলিগুড়িতে জঞ্জাল পরিষেবায় এবার নাইট সার্ভিস

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরকে ঝাঁ চকচকে করতে জঞ্জাল পরিষেবায় নাইট সার্ভিস চালু করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুরসভা। শুক্রবার শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে মেয়র পারিষদদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব ।সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ কমল আগরওয়াল, রামভজন মাহাতো, দুলাল দত্ত, মানিক দে, শ্রাবনী দত্ত সহ অন্যান্যরা। সেই বৈঠকের পরই নাইট সার্ভিস চালুর কথা জানান মেয়র গৌতম দেব।
এছাড়াও এদিনের বৈঠক সূত্রে জানা গিয়েছে, আশিঘর মোড় থেকে কোর্টমোড় এবং এনটিএস মোড় থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত রাস্তা পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়া হবে উন্নত পরিষেবা এবং রক্ষণাবেক্ষণের জন্য। সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবে ২১ মার্চ। শহরের নিকাশি নালার কোন প্ল্যান নেই। সেজন্য একটি এজেন্সির মাধ্যমে সমীক্ষা করানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের নালা, জলের কল, রাস্তা, কালভার্ট সহ সমস্ত বিষয়ের ওয়ার্ডভিত্তিক তথ্যভান্ডার গড়া হবে। বর্ধমান রোডের উড়ালপুলের কাজ দ্রুত শেষ করা হবে। শহরের মাঝে থাকা দুটো লোকাল বাসস্ট্যান্ডকে শহরের বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটি তিনবাত্তি মোড় ও অন্যটি শহীদ কলোনিতে৷ তার জন্য পুরসভার তরফে দু’কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা শহরে এলইডি লাইট লাগানো হবে৷ সেজন্য পথবাতির সার্ভে করা হচ্ছে। চলতি সপ্তাহেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু করা হবে। আগে চারশোটি বাড়ি নিয়ে একটি ব্লক হতো। এখন থেকে দুশো বাড়ি নিয়ে একটি ব্লক হবে। সেজন্য ৭০০ কর্মবন্ধু নিয়োগ করা হবে সুডার মাধ্যমে। বালাসন সেতুর উপর অস্থায়ী একটি সেতু নির্মাণ করা হবে। আজশুক্রবার কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্রের সঙ্গে নিয়ন্ত্রিত বাজারের পূনর্বিন্যাস ও উন্নয়ন নিয়েও বৈঠকে বসেন মেয়র।