![InShot_20220312_012203425](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/03/InShot_20220312_012203425-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৪ মার্চ নদী রক্ষা দিবস। এই বিশেষ দিবসকে সামনে রেখে মূল্যবান কিছু কথা জানিয়েছেন শিলিগুড়ি মহানন্দা বাঁচাও কমিটির কর্মকর্তা তথা পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা। জ্যোৎস্নাদেবী বলেছেন, শহরের নদীগুলো ক্রমশ দূষিত হয়ে উঠছে। নদীগুলো বাঁচানোর জন্য তাদের ধারাবাহিক আন্দোলন চলছে। নদী রক্ষা দিবসকে সামনে রেখে তাঁরা সকলকে সচেতন করছেন।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)