যানজট কমাতে শহরের প্রধান প্রধান সড়কে বন্ধ হচ্ছে রিকশা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহরের নিত্যদিনের সমস্যা যানজট । আর সেই যানজট কমাতে এবার উদ্যোগী হলো শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগ । এবার শিলিগুড়ি শহরের প্রধান প্রধান সড়কে বন্ধ করা হচ্ছে পেডেল রিক্সা । শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে এস এফ রোড, হিলকার্ট রোড বর্ধমান রোড সহ শিলিগুড়ি শহর লাগোয়া জাতীয় সড়ক সহ এশিয়ান হাইওয়েতে প্যাটেলার রিক্সা চলাচল বন্ধ করা হবে ।