পথ দুর্ঘটনা কমাতে গাড়ি চালকদের নিয়ে সচেতনতা সভা পুলিশের

নিজস্ব প্রতিবেদন :পথ দূর্ঘটনা কমিয়ে সাধারণ মানুষের মৃত্যুর হার কমাতে বাস ও মিনিবাস সহ ছোট গাড়ির চালকদের নিয়ে শুক্রবার একটি সচেতনতামূলক শিবির আয়োজন করে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ট্রাফিক পুলিশ। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে ও ইটাহার থানার ট্রাফিক পুলিশের সহযোগিতায় চৌরঙ্গী মোড়ের বাসটার্মিনাস প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হয়। ইটাহার থানার ট্রাফিক ওসি কৌশিক দে-র নেতৃত্বে এদিনের সচেতনতা মূলক শিবির করা হয়। প্রায় ৫০ জন বাস, মিনিবাস ও ছোট গাড়ি চালক সেখানে উপস্থিত ছিলেন । পথ দূর্ঘটনার জেরে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা কমাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় রাজ্য জুরে চালু হয়েছে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি। এই কর্মসূচি চালুর পর সারা বাংলায় অনেকটাই কমেছে পথ দূর্ঘটনা। পথ দূর্ঘটনায় মৃত্যুর হার আরো কমাতে সরকারি নির্দেশে ট্রাফিক আইন মেনে দ্রুত গাড়ি না চালানো, ওভারটেক না করা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন ইটাহার থানা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্দ্যোগে বাস, মিনিবাস ও ছোট গাড়ি চালকদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইটাহার থানার ট্রাফিক ওসি কৌশিক দে, ট্রাফিক পুলিশ আধিকারিক উত্তম মিস্ত্রি সহ অন্যান্য ট্রাফিক পুলিশ আধিকারিকরা।