শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকার সৌন্দর্যায়নে আরও বেশি করে মনোনিবেশ করতে চান এই দম্পতি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় গোপাল মোড় ও তার আশপাশের এলাকা নিয়ে অবস্থান ৩০ নম্বর ওয়ার্ডের। বিগত দিনে সেই ওয়ার্ডের অনেক সৌন্দর্যায়ন হয়েছে। আগামীতে সৌন্দর্যায়নের ইচ্ছে রয়েছে তাদের। এনজেপি স্টেশনে নামার পর দেশবিদেশের পর্যটকরা সেই ওয়ার্ডের ওপর দিয়েই পাহাড়ে যাতায়াত করেন।সেই দিকে তাকিয়ে আগামীদিনে তাঁরা এলাকায় একটি সুলভ শৌচালয় নির্মানের কথা ভাবছেন। তাছাড়া সামগ্রিকভাবে ওয়ার্ডের আরও সৌন্দর্যায়নে তাঁরা নজর দেবেন বলে জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর স্বপন দাস। বিগত দিনে দশ বছর স্বপনবাবু সেই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এবার ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়াতে তাঁর স্ত্রী সাথী দাস সেখানে তৃনমুল প্রার্থী হয়েছেন। স্বপনবাবু বলেন, বিগত দিনে অনেক উন্নয়ন কাজ হয়েছে এলাকায়, আগামী দিনে আরও অনেক উন্নয়ন কাজ করতে চান তাঁরা। রাস্তাঘাট থেকে নিকাশী সামগ্রিকভাবে ওয়ার্ডের উন্নয়ন। স্বপনবাবুর স্ত্রী সাথী দাস বলেন, ভোটে জয়ী হলে তিনি তাঁর স্বামীর পরামর্শ মেনেই সব কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের বাস্তবায়ন বিশেষ করে মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যেসব কাজ করেছেন সেইদিকে তাকিয়েই তিনি কাজ করতে চান। বাল্য বিবাহের বিরুদ্ধেও তিনি প্রচার করবেন। এখন চলছে তাদের প্রচারের কাজ। ভালোই সাড়া পাচ্ছেন বলে তাঁরা জানালেন। স্বামী সংসার সামলে দেশ ও সমাজের কাজে তিনি এবার বেশি করে মনোনিবেশ করতে চান বলে সাথীদেবী জানালেন।আর এজন্য তিনি ওয়ার্ডবাসীর আর্শীবাদ চান।