বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্মদিনে শ্রদ্ধা, মূর্তি স্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার ১০ ডিসেম্বর ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্মদিন। এই দিনটি যথাযথ মর্যাদায় বিভিন্ন স্থানে পালিত হয়। বাংলাদেশের রংপুরের বিহার গ্রাম এদিন সন্ধ্যায় আলোর মালায় সেজে ওঠে। বীর বিপ্লবীর প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। ১৮৮৮ খ্রীস্টাব্দের ১০ ডিসেম্বর বগুড়া জেলার বিহার গ্রামে জন্ম হয় এই বিপ্লবীর।
কলকাতাতেও এদিন এই বীর বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। কলকাতা থেকে প্রফুল্ল চাকীর প্রোভ্রাতুষ্পুত্র সুব্রত চাকী ফোনে খবরের ঘন্টাকে বলেন, শিলিগুড়ি বা উত্তরবঙ্গে এই বীর বিপ্লবীর একটি মূর্তি স্থাপন করা দরকার। শিলিগুড়িতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সম্পাদক সজল কুমার গুহ বলেছেন, বীর বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্মদিনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে ও ব্যক্তিগতভাবে জানাই শতকোটি প্রণাম।১৯০৮ এর ২ রা মে মুজফ্ফরপুর বোমা মামলায় পুলিশের হাতে ধরা পরার আগে স্বাধীনতা আন্দোলনের ধারাকে ধরে রাখতে নিজের জীবন এই বিপ্লবী শেষ করে দেন নিজের রিভলবার দিয়ে। ধন্য শহিদ, ধন্য তোমার পিতা-মাতা, গর্বিত দেশবাসী।শিলিগুড়িতে এই বিপ্লবীর একটি মূর্তি স্থাপন করা দরকার।