নিজস্ব প্রতিবেদন ঃ ৭৫ বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার ঐতিহ্যমন্ডিত সংস্থা আর্য সমিতি ধারাবাহিকভাবে নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে সেইসব কর্মকাণ্ড চলছে। তারই অঙ্গ হিসাবে গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আর্য সমিতি চত্বরে প্রকাশ চন্দ্র সাহা মেমোরিয়াল প্লাটিনাম কাপ স্টেজ ওয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩। আর তা আয়োজন করা হয় গ্রেটার শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টেবিল টেনিস এসোসিয়েশনের তত্ত্বাবধানে। সহযোগিতায় ছিলো বেঙ্গল স্টেট টেবল টেনিস এসোসিয়েশন। সেই টেবিল টেনিসের আসর ঘিরে বিগত কদিন ধরে আর্য সমিতি চত্বরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাতে আন্ডার থার্টিন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রুদ্রনীল জানা, রানার মনিশ দাম, আন্ডার ফিফটিন বয়েজে চ্যাম্পিয়ন দেবরাজ ভট্টাচার্য এবং রানার রুপম সর্দার। আন্ডার সেভেনটিন বয়েজে চ্যাম্পিয়ন এস আর পাটোয়ারী, রানার রুপম সর্দার। আন্ডার নাইনটিন বিভাগে চ্যাম্পিয়ন দেবরাজ ভট্টাচার্য,রানার রুপম সর্দার। মেন্সে চ্যাম্পিয়ন হয়েছে অংকন চক্রবর্তী এবং রানার আকাশ নাথ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার। রানা দে সরকার জানিয়েছেন, ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে আগামী দিনে আর্য সমিতি আরো কর্মকাণ্ড চালিয়ে যাবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—