পঞ্চানন বর্মা স্মরণে অনুষ্ঠান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদন ঃপঞ্চানন অনুরাগী মঞ্চ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও এস.সি এস.টি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে মনীষী পঞ্চানন বর্মার ৮৮তম তিরোধান দিবসে আলোচনাসভা, গবেষক সংবর্ধনা এবং পুস্তকবিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক রজতশুভ্র মুখোপাধ্যায় এবং প্রশাসক ড. অমলকান্তি রায় ।সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ড. প্রণব ঘোষ, পঞ্চানন অনুরাগী মঞ্চ ও এস.সি এস.টি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নিখিলেশ রায়, মঞ্চের সম্পাদক পরিমল চন্দ্র রায়, এস.সিএস.টি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদাশ লামা । বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন বাংলাদেশের ঢাকা থেকে আগত সার্ক কালচারাল সোসাইটির সভাপতি এটিএম মমতাজুল করিম।
মনীষী পঞ্চানন বর্মার জীবনের নানা কর্মকাণ্ডের পরিচয়ের মধ্য দিয়ে নিখিলেশবাবু অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অধ্যাপক রজতশুভ্র মুখোপাধ্যায় পঞ্চানন বর্মার জীবন ও শিক্ষা সম্পর্কে সুগভীর আলোচনা করেন। রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জীবনী, সামাজিক কর্মকাণ্ড ও রাজবংশী জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে অমলবাবুর আলোচনায়। মমতাজুল করিমবাবু রংপুরের সঙ্গে পঞ্চানন বর্মার সম্পর্ক, অবদান এবং ভবিষ্যতে রংপুর ও ঢাকাতে পঞ্চানন বর্মা সম্পর্কে আলোচনা সভার পরিকল্পনার কথা বলেন।
এদিন বিশ্ববিদ্যালয়ের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী প্রায় ৪৫ জন ছাত্রছাত্রী-গবেষকদের পুস্তক বিতরণ করা হয়। সংবর্ধনা জ্ঞাপন করা হয় পিএইচ.ডি ডিগ্রি সম্পন্নকারী দুই কৃতী গবেষক কালিপদ বর্মন ও রবীন্দ্র কুমার বর্মনকে।