![IMG_20220810_102313](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220810_102313-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি থানার পাশে রয়েছে শহিদ বেদী। বহু দিন ধরে সেই শহিদ বেদী অবহেলায় পড়ে রয়েছে। সেখানে মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ছাড়াও অন্যান্য সামগ্রী বিক্রি হয়। সেই শহিদ বেদী
নতুনভাবে সাজিয়ে তোলা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার ভারত ছাড় আন্দোলনের ৮১তম বর্ষের অনুষ্ঠান হয় শিলিগুড়ি থানার সামনে। সেখানে উপস্থিত হয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৪২ সালে দেশজুড়ে ভারত ছাড়ো আন্দোলন হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে। মঙ্গলবার শিলিগুড়ি পৌর সভার পক্ষ থেকে ৮১তম ‘ভারত ছাড়ো আন্দোলন ‘ দিবস পালন করা হয় শিলিগুড়ি থানা সংলগ্ন শহীদ বেদীতে।সেই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্য কাউন্সিলররা।মেয়র গৌতম দেব সেখানে জানান, দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে আছে শহিদ বেদী ।এবার শহিদদের পূর্ণ সম্মান জানাতে শহীদ বেদীকে সাজিয়ে তোলা হবে।।।।।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)