মশা মারতে শিলিগুড়িতে আবারও গাপ্পি মাছ

নিজস্ব প্রতিবেদন ঃ ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতনতার কাজে নেমেছে শিলিগুড়ি পুরসভা। করোনা আতঙ্ক কাটিয়ে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুর আতঙ্ক। তবে শিলিগুড়িতে এই ডেঙ্গু মোকাবিলার জন্য সব সময় তৈরি রয়েছে শিলিগুড়ি পুরসভা। এর আগেও যখন ডেঙ্গুর আতঙ্ক বাড়ছিল সেই সময়েও পুরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি ড্রেন ও বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়া হয়েছিল। সেই অনুযায়ী ডেঙ্গু রোধে ফের গাপ্পি মাছকেই ভরসা করছে শিলিগুড়ি পুর সভা।তাই আবারও বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ গ্রহন করলেন মেয়র গৌতম দেব। মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে বরোভিত্তিক ৫টি বোরো কমিটির সদস্যদের হাতে গাপ্পি মাছ তুলে দেওয়া হয়। মেয়র গৌতম দেব জানান, গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ফেলে যার ফলে মশা বাহিত এই রোগ থেকে অনেকটা রেহাই পাবে শিলিগুড়িবাসী। এই সমস্ত গাপ্পি মাছ শিলিগুড়ির যে সমস্ত জলাশয় বা বদ্ধ জলাশয় রয়েছে সেই সমস্ত জায়গায় ছাড়া হবে। পরবর্তীতে ডেঙ্গু মোকাবিলায় শিলিগুড়ি পুর সভার পক্ষ থেকে আরো নানান রকম উদ্যোগ গ্রহণ করা হবে বলেও গৌতমবাবু জানান।