শিলিগুড়ি সন্তোষীনগরে অভিযান,উদ্ধার আটটি টিয়া

নিজস্ব প্রতিবেদন ঃ যখন তখন বাড়িতে বনের পাখি নিয়ে এলাম আর তাদের কথা বলা থেকে গান শেখানো শুরু করলাম তা হয় না।বাড়িতে টিয়া বা বনের পাখি রাখা যায় না।পাখিকে খাঁচায় বন্দি করে রেখে শখ মেটানোর জন্য তাকে কথা বলা শেখাতেই পারেন।কিন্তু আইন কিন্তু আপনাকে ছড়বে না।এভাবেই একটি বা দুটি টিয়া নয়,আটটি টিয়া উদ্ধার হলো শিলিগুড়ি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে।
৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি টিয়াপাখি।
বেআইনি হলেও সেই আইনের তোয়াক্কা না করে বাড়িতে টিয়াপাখি রেখেছিল এক ব্যক্তি। শিলিগুড়ি পুরসভার পরিবেশ দপ্তর খবর পেয়ে অভিযান চালায় সেই বাড়িতে। আর তখনই উদ্ধার হয় বেশ কয়েকটি টিয়াপাখি।
পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর এলাকাতে ওই অভিযান হয়।শিলিগুড়ি পুরসভার পরিবেশ দপ্তর অভিযানটি চালায়।। উদ্ধার হয় আটটি টিয়া। টিয়াগুলোকে বনদপ্তরের হাতে তুলে দেন পুরসভার কর্মীরা। যার বাড়িতে টিয়াপাখিগুলি ছিলো সেই ব্যক্তিকে একটি নোটিস দেওয়া হয়েছে। সোমবার তাকে পুরসভার কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-