নিজস্ব প্রতিবেদন ঃ সাপ খেলা দেখানোর কোনো প্রশিক্ষণ ছিল না সেই কিশোরের। আর সেই খেলা দেখাতে গিয়ে বিপত্তি তৈরি হলো।শনিবার(৯-৭-২২) জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে ওই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন সকালে বাঁশ ঝারে একটি অজগর সাপের বাচ্চা দেখতে পান স্থানীয়রা। সেই সময় খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। কিন্তূ পরিবেশপ্রেমীরা আসার আগেই মৃন্ময় রায় নামে তেরো বছরের সেই কিশোর সাপটি ধরে খেলা দেখানোর চেষ্টা করে। কিন্তু সেই সময় সাপটি তার হাতে কামড়ে দেয়। কিছু বুঝে উঠতে না পেরে তড়িঘড়ি সাপ নিয়ে সোজা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌছায় সেই কিশোর ।এরপর পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।
তেরো বছরের কিশোর মৃন্ময় রায় অবশ্য বলে, ” আমি জঙ্গলে যাই কাজের জন্য কিন্তূ সেখানে ওই সাপটি আমার হাতে ছোবল মারে।” কিশোরের কাকু অমল রায়ের বক্তব্য বলেন, ” ভাইপো পাট কাঠি আনার জন্য জঙ্গলে গেলে সেই সময় সাপটি ওকে ছোবল মারে। এরপর পাড়ার সবাই সাপটিকে ধরে প্যাকেটে ভরে দেয়। সাপ সহ ভাইপোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।” ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় অবশ্য বলেন, ” সকালে খবর আসে যে বাশ ঝাড়ে একটি অজগর সাপ রয়েছে। আমরা পৌঁছানোর আগেই এক কিশোর সাপটিকে ধরে খেলা দেখাতে শুরু করে । তারপরেই হঠাৎ খবর আসে যে সাপটি ছোবল দিয়েছে কিশোরকে। সাপ শুদ্ধ ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে তাঁরা যায় আমরাও হাসপাতালে এসে সাপটিকে উদ্ধার করি এবং চিকিৎসকের সাথে কথা বলি যে এই সাপটি বিষধর নয়। তাই চিন্তার কোন বিষয় নেই। তাছাড়াও আমরা এলাকার মানুষকে সচেতন করি যে প্রশিক্ষণ ছাড়া কোনভাবেই সাপ ধরা উচিত নয়। এটা বন্য সংরক্ষণ আইনে বলা আছে। যদি কেউ এমনটা করে তাহলে তার জরিমানা ও জেল হতে পারে।”