ডেঙ্গু সচেতনতায় প্রচার কালচিনিতে

নিজস্ব প্রতিবেদন ঃ ডুয়ার্সের কালচিনি ব্লকে ডেঙ্গি যাতে থাবা বসাতে না পারে তারজন‍্য কোমড় বেঁধে নেমেছে ব্লক প্রশাসন ও স্ব‍্যাস্থ দপ্ত‍র।শনিবার কালচিনি ব্লকের হাসিমারা ও দলসিংপাড়া এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতা চালায় ব্লক প্রশাসন । কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ এবং স্ব‍্যাস্থদপ্তরের কর্মীরা টায়ারের দোকান, গ‍্যারজে যান।তারা সকলকে বলেন টায়ারে যেন জল জমে না থাকে। গ্ৰামে ঘুরে জনগণকে সচেতন করেন তাঁরা । কয়েকটি টায়ারের দোকানে টায়ারের মধ্যে মশার লার্ভা দেখতে পেয়ে বিডিও এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সেগুলো পরিষ্কার করেন।