নিজস্ব সংবাদদাতাঃআলিপুরদুয়ারের ফালাকাটায় এক হেল্থ সুপারভাইজারের লালারস পরীক্ষায় ভিআরডিএলে করোনা পজিটিভ রিপোর্ট আসায় ফালাকাটার বিএমওএইচসহ ২২জন স্বাস্থ্য কর্মীকে হোম কোয়ারান্টিনে যাওয়ার নির্দেশ জারি করলো আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর।
আক্রান্ত ওই মহিলা হেল্থ সুপারভাইজারকে আলিপুরদুয়ারের তোপসিখাতা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই স্বাস্থ্য কর্মী ফালাকাটা শহরের অরবিন্দপাড়ার বাসিন্দা হওয়ার দরুন ওই এলাকাটিকে কনটেনমেন্ট জোন ঘোষণা করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন।কিন্তু শুক্রবার বিকেলে অরবিন্দপাড়ার বাসিন্দারাই স্বতঃপ্রণোদিত হয়ে রাস্তায় বাঁশ বেঁধে ওই এলাকায় যাতায়াত বন্ধ করে দেন।