![IMG_20220610_105220](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/06/IMG_20220610_105220-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলো কলেজছাত্রী প্রিয়াঙ্কা রায়। ২৩তম জন্মদিনে একটু অন্য ধরনের সেবামূলক কাজ করতে চেয়েছিল প্রিয়াঙ্কা। কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের চন্দন চূড়া এলাকার বাসিন্দা কার্তিক ঘোষ বিশেষ চাহিদাসম্পন্ন পরিবার।দীর্ঘ তিন বছর আগে দুর্ঘটনায় তার একটি পা হারিয়ে যায়।
ঘোষ পরিবার মানুষের সহযোগিতায় সংসার চালিয়ে যাচ্ছিলো। আর এইভাবে চলতে চলতেই প্রিয়াঙ্কা রায় ও তার পরিবার তিন মাসের রেশন সামগ্রী নিয়ে পৌঁছে যায় ওই বিশেষ চাহিদা সম্পন্নের বাড়িতে। শিশুদের জন্য খাতা কলম চকলেট কোলড্রিংকস,
কার্তিক ঘোষের পরিবারের জন্য চালের বস্তা, তেল ও মুড়ির প্যাকেট, মুসুর ডাল, মুগ ডাল, লবণ, চিনি, চা পাতা, দুধ, বিস্কুটের প্যাকেট, তিন রকমের সাবান, কোলগেট, মাথার তেল, শ্যাম্পু, হলুদ, জিরা, লঙ্কার গুড়া, আলু পিয়াজ, বিভিন্ন ধরনের সবজি
ওই বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারের হাতে তুলে দেয়
প্রিয়াঙ্কা রায়। কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা তার জন্মদিনে এই মানবিক কর্মসূচি গ্রহণ করলে তার সঙ্গে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য তথা কোচবিহার মদন মোহন কলোনির বাসিন্দা শংকর রায়, ওং রায়।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)