![IMG_20220511_001220](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/05/IMG_20220511_001220-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ পারে, মেয়েরা ইচ্ছে করলেই বহু কিছু করতে পারে।তাইতো আজ পৃথিবী জুড়ে নারী শক্তির জয়জয়কার।সাধারণ নারী হয়েও অসামান্য কাজ করছেন এমন নারীর আজ অভাব নেই। উত্তরবঙ্গের ডুয়ার্সের নিউ হাসিমারা সুভাষ পল্লী নিবাসী তরুনী শুক্লা দেবনাথ এমনই একজন যিনি তাঁর কাজের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করেছেন। বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে তিনি কনে সাজান আর সেখান থেকে যা রোজগার হয় তার একটা অংশ দিয়ে চা বাগানের ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করছেন। বহু চা শ্রমিকের মেয়েকে তিনি বিউটিসিয়ান কোর্স শেখাচ্ছেন আর তা শিখে অনেক চা বাগানের মেয়ে আজ স্বনির্ভর। বাগানের মেয়েদের স্বনির্ভরতার জন্য এই উদ্যোগের পাশাপাশি আবার শুক্লা সেখানকার মেয়েদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিলি করছেন।
সংস্কৃতে অনার্স নিয়ে এম এ বি এড পাশ করেছেন শুক্লা। কিছু টিউশনও করেন।সেখান থেকেও যা রোজগার হয় তা দিয়ে চা বাগানের অনগ্রসর ছেলেমেয়েদের মধ্যে খাতা কলম বিলি করেন তিনি।একজন মেয়ে হয়েও চা বাগান এলাকায় যেসব কাজ করে চলেছেন তিনি তা সত্যি এলাকায় নজির তৈরি করেছে।
শুক্লার মানবিক ও সামাজিক কাজ বিশেষ করে স্পর্শকাতর মনের আরও নমুনা রয়েছে। কালচিনি গুদাম লাইনে রয়েছেন এক চা শ্রমিক পরিবার।সেই পরিবারেরই মেয়ে সুশান্তি কেউট দৃষ্টিহীন।এই মেয়েটিকে এখন গান শিখিয়ে মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছেন শুক্লা। আদিবাসী পরিবারের মেয়ে সুশান্তির মা দুলারি কেউট আপাতত শান্তি পাচ্ছেন যে তার সন্তান গান শিখছে।এভাবে প্রতিদিন এলাকায় ব্যতিক্রমী সব সামাজিক ও মানবিক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে দিদি নম্বর ওয়ান হয়ে উঠছেন শুক্লা।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)