নিজস্ব প্রতিবেদন:১৯৯৮ সালে পঁচিশে বৈশাখ মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লকে সারদা বিদ্যামন্দিরের পথ চলা শুরু হয়। দেখতে দেখতে ২৪ বছর পার করে ২৫ তম বর্ষ উদযাপন করছে বিদ্যালয়টি। পড়াশোনার পাশাপাশি নানারকম সাংস্কৃতিক,সেবামূলক কাজের মাধ্যমে বিদ্যালয় তার গৌরব ছড়িয়ে দিচ্ছে।
প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১০০০ এর বেশি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রতিবছর বিদ্যালয়ের ফলাফল উল্লেখ করবার মতো । পড়াশোনার পাশাপাশি গান বাজনা, ছবি আঁকা, খেলাধুলার নিয়মিত অভ্যাস চলতে থাকে বিদ্যালয়টিতে।
আগামী ১১ই ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ।
অ্যাথলেটিক্স ইভেন্টের পাশাপাশি এবার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে থাকছে বিশেষ কিছু খেলা যার মধ্যে অগ্নি গোলক, রণপা, ক্যারাটে প্রদর্শনী – ব্রেকিং,ভাইদের পিরামিড প্রদর্শন,বোনদের যোগ পিরামিড প্রদর্শন ইত্যাদি।সারদা বিদ্যামন্দিরের শারীর শিক্ষা বিভাগের আচার্য প্রণব অধিকারী এবং সহ প্রধানাচার্য বাপি দাস
তাদের স্কুলের ওই সব কর্মসূচি সম্পর্কে তথ্য জানিয়েছেন।