করোনা লকডাউনে পথে বসে যাওয়া এই যুবক হঠাৎ লটারি কেটে কোটিপতি

নিজস্ব প্রতিবেদনঃ করোনা লকডাউনের সময় এক যুবকের ব্যবসাবানিজ্যের চরম ক্ষতি হয়।চরম আর্থিক সঙ্কটে পড়েন তিনি।কিন্তু একেই কি বলে ভাগ্য বা সময়ের খেলা?হঠাৎ লটারী টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন সেই যুবক।আর তাঁকে ঘিরে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চেংমারী কদমতলায় ব্যাপক শোরগোল ।রানা দাস নামে ওক যুবক বুধবার রাতে ১০০সিরিজ লটারী টিকিট কেটেছিলেন, রাত ৮টা সময় খেলা ছিলো । সেই টিকিটেই তাঁর ভাগ্য ফেরে, এক কোটি টাকা ওঠে তার টিকিটে।এরপর তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন ।তিনি নিরাপত্তার খাতিরে ক্রান্তি পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ করেন এবং রাতে ক্রান্তি ফাঁড়িতে সেই বিজয়ী টিকিট জমা করেন।রানা দাসের চেংমাড়িতে ফার্নিচারের ব্যবসা রয়েছে কিন্তু সেই ব্যবসা করোনার লকডাউনের সময় ক্ষতি হওয়ায় চরম আর্থিক সমস্যায় পড়েন তিনি। এবার লটারির টাকা পেলে সেই টাকায় আগামীতে ব্যবসায় বিনিয়োগ করে উন্নতি করবেন বলে জানিয়েছেন রানা দাস।রানা দাসের মা দুর্গা দাস,ছেলের লটারী টাকা পাওয়ায় খুবই খুশি এবং সকলের কাছে ছেলের জন্য আশীর্বাদ চাইছেন ।প্রসঙ্গত গত দুই মাস আগে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মাল হাটি ডিভিশন একজন লটারিতে এক কোটি টাকা পেয়েছেন। পরপর এলাকায় দুই জন লটারী কেটে কোটিপতি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।