বাংলা ভাষার জন্য দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন এই বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিবেদন ঃ মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষা সম্পূর্ণ হয়।আর অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করলে তা অর্ধেক হয়। রাষ্ট্রীয় মস্তিস্ক অনুসন্ধান কেন্দ্রের এক উদ্ধৃতি উল্লেখ করে একথা জানিয়েছেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ। একুশে ফেব্রুয়ারি প্রসঙ্গে বক্তব্য রাখার সময় সজলবাবু বলেছেন,আজ বাংলার বুকে বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন সকলকে একযোগে শপথ নিতে হবে, নিজেদের ছেলেমেয়েদের ইংরেজি বা অন্য ভাষায় শিক্ষা গ্রহণ করালেও নিজের মাতৃভাষাকে অবহেলা করে নয়।বাংলা ভাষার প্রচার প্রসারের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে নামার আবেদন জানান সজলবাবু।বাংলা ভাষা নিয়ে কোথাও কোনো সভা, আলোচনা অনুষ্ঠান হলেই সজলবাবু সেখানে দৌড়ে যান।বার্ধক্যের দরজায় পৌঁছে গেলেও বয়সকে বয়স মনে করেই সজলবাবু মাতৃভাষা নিয়ে অনবরত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।বাংলা ভাষাকে ধ্রুপদী সন্মান দেওয়ার দাবিতে দিল্লিতে বহু চিঠি লিখেছেন সজলবাবু।তাঁর আশা,শীঘ্রই হয়তো বাংলা ভাষা ধ্রুপদী ভাষার সন্মান পাবে।শুধু বাংলা ভাষার প্রচার প্রসারের আন্দোলনই নয়,বাংলার বিভিন্ন মনিষীর জন্মদিন শ্রদ্ধার সঙ্গে নিয়মিত পালন করে চলেছেন সজকবাবুরা।বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য লড়াই চালাতে গিয়ে মাঝেমধ্যে নাওয়াখাওয়াও ভুলে যাচ্ছেন তিনি। নিজের নাতিকে ইংরেজি মাধ্যমে ভর্তি করলেও বাংলা ভাষার প্রতি নাতির যাতে অবহেলা না থাকে সেদিকেও তিনি তীক্ষ্ন নজর রেখেছেন। নতুন প্রজন্মের মধ্যে থেকে বাংলা ভাষা যাতে হারিয়ে না যায় সেজন্য সজলবাবু সমস্ত অভিভাবকের কাছে আবেদন জানিয়েছেন।